রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বাস-কভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩

নারায়ণগ‌ঞ্জ প্রতিনিধিঃ বন্দর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হ‌য়ে‌ছেন। এসময় আহত হয়েছেন আরও ১০জন। সোমবার (১৬ আগস্ট) রাতে উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহমুদা খাতুন, সাইফুল ইসলাম, অজ্ঞাত পরিচয়ে আরেক নারী। তারা সবাই ইপিলিয়ন গার্মেন্টসের কর্মরত শ্রমিক।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মদনপুর থেকে নাফ পরিবহন নামে একটি বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে দেওয়ানবাগ বন্দর স্টিল মিলের সামনে আসলে রাস্তা কাটার মিলিং মেশিন কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com