রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়নগঞ্জ থেকে:: নারায়ণগঞ্জ জেলায় দিন যত গরাচ্ছে ততই বাড়ছে ডেঙ্গু মশার বিস্তার। এডিস মশার কারনে সংক্রমণ যেনো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জলায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৪ জনের উপরে। এ নিয়ে জেলায় সর্ব্বমোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৬শত ৬৪ জন।
নারায়নগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যবরণ করেছেন বেশ কজন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দৈনিক প্রতিবেদন অনুযায়ি শনিবার (৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৭৩জন। নারায়ণগঞ্জ পুরো জেলায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৮৬ জন।