শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

নারায়নগঞ্জে নতুন ডিসি তৌফিকুর রহমান

নারায়নগঞ্জে নতুন ডিসি তৌফিকুর রহমান

নিজস্ব সংবাদদাতা:: নারায়ণগঞ্জ জেলায় তৌফিকুর রহমানকে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগপ্রাপ্ত এবং মোহাম্মদ মাহমুদুল হককে বদলী করেছে সরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রায় দেড় বছর ধরে মোহাম্মদ মাহমুদুল হক নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে গত বছরের ১০ জুলাই নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান এবং ২৭ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে মো: তৌফিকুর রহমান বর্তমানে অর্থ-বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তৌফিকুর রহমান এর গ্রামের বাড়ি নড়াইল জেলায় এ এবং ২৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com