রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

নারায়নগঞ্জে জাপা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে মামলা

নারায়নগঞ্জে জাপা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা:: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আরিফ মিয়া নামের এক যুবককে হত্যা চেষ্টা ও গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ আরও ১৪৫ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি রুজু করা হয়।

আসামিদের তালিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও শামীম ওসমানসহ আরও অনেকেই এই মামলায় আসামী করা হয়েছে । সেই সাথে আরও চার শতাধীক অজ্ঞাত নামা উল্লেখ করে এই মামলায় আসামি করা হয়।

মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকার আরিফ মিয়া (৩২)। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে মামলাটির আবেদন করা হলে আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয় আরিফ মিয়া। পায়ে ও শরীরের কয়েকটি স্থানে গুলি লাগার পর তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়‌।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com