শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

নারায়নগঞ্জে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়নগঞ্জে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি:: নারায়নগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুলের ভাগিনা সায়মন বাহিনীর সন্ত্রাসীরা সিয়াম (১৮) নামের এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে দশটার দিকে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায়। নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার পুত্র।

নিহতের মা কাঞ্চন জানান, দু মাস অসুস্থ ছিলো। সুস্থ হলে পনেরো দিন পূর্বে নিহত সিয়াম একটি হোসিয়ারী কারখানায় যোগদান করে। শুক্রবার রাত নয়টার দিকে সে তার ছেলের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে তাকে বাসায় এসে জানায় তার ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা করেছে তা সে বলতে পারছেনা।

স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়মন, মেহেদী, ইকরাম, আব্দুল্লাহ ও মহিউদ্দিন সহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচতলার সামনে থেকে নিহত সিয়ামকে অটোরিক্সা যোগে তক্কার মাঠ মসজিদ সংলগ্ন খানকা মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কুপিয়ে তাকে পুনরায় রিক্সায় করে পাচঁতলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে তুলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, তিনি জানতে পেরেছেন সিয়াম নামের একজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার রহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com