রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ থেকে:: ভারতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ডাকা ঢাকা টু আখাউড়া লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা দলে দলে যোগ দেয়। এসময় বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড ও মিছিল নিয়ে লংমার্চ সফল করতে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মীরা যোগ দেন।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সেখান থেকে সকাল পৌনে ১০ টায় গাড়িবহর নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রবেশ করে। সেখান থেকে নেতাকর্মীরা আগেই জড়ো হয়েছিলেন লংমার্চকে স্বাগত জানাতে। সাইনবোর্ড থেকে চিটাগাং রোড হয়ে কাঁচপুরে থাকা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয় লংমার্চ। এ সময় গাড়ি থেকে হ্যান্ড মাইকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্নাসহ সিনিয়র নেতারা।
এ সময় নারায়ণগঞ্জ থেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিপুল পরিমাণ নেতাকর্মীরা লংমার্চের সাথে সফরসঙ্গী হয়েছে।