রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরের ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, আনুমানিক পৌনে ছয়টার দিকে আনন্দ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব. ১১-৪৩৭৪) সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনের অদূরেই এই সংঘর্ষ হয়। ট্রেন চালককে এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক নম্বর রেলগেইটের ক্রসবারটি নামানো ছিল না। বাসটি ছিল রেললাইনের ওপরে। স্টেশনের অদূরে দ্রুতগামী ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেন লাইনের দুই পাশের অবৈধ কিছু স্থাপনাও ধমুড়ে মুচড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com