বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ : দগ্ধ ৭ জনেরই মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইব্রাহিম হাওলাদার (৩৫)।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল।

এ নিয়ে এই ঘটনায় সাতজনই মারা গেল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় সাতজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরো এক যুবক মারা গেছেন। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়।

গত বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ওই মিলে বিস্ফোরণে সাতজন দগ্ধ হন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com