বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
মেডিকেল প্রতিবেদক:: নারাযণগঞ্জের রূপগঞ্জে একটি টিনশেডের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মা ও দুই সন্তানসহ চারজন দগ্ধ হয়েছেন। এসময় তাদের উদ্ধার করে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রূপগঞ্জের গাওশিয়া ডরগাও এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে মো. জাহিদ হোসেনের শরীরের ২৯ শতাংশ, তার স্ত্রী রুমা আক্তারের শরীরের ২৩ শতাংশ, মেয়ে লাবনীর শরীরের ২২ শতাংশ এবং ছেলে ইয়াসিনের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধদের প্রতিবেশী আবুল কাশেম বলেন, ভোর ৬টার দিকে বিকট একটি শব্দ হয়। এরপরই ঘরটিতে আগুন ধরে যায়। পরে আমরা কয়েকজন দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসি।
শেখ হাসিনা বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন বলেন, একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত এমনটা বলা যাবে না।