বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

প্রতিবেশীরা জানান, ফতুল্লার কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় একটি বাসায় ছিলেন পরিবারের সদস্যরা। কদিন আগেই পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গতকাল রাতে তারা বাসায় ফিরে আসেন। এরপর গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে করে পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com