মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে |ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এমএস ডাইং, পিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কারখানার শ্রমিক আল-আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই রুমে গ্যাসলাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এতে তাদের ছয়জনের শরীর ঝলসে যায়। দগ্ধদের সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com