রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ সংবাদদাতা:: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের মধ্যে দশ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল-আমিন (২৪)।

শ্রমিকরা জানান, সকালে কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ার ফ্রেশনার তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১১ শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানার অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে নিজস্ব বাসে দগ্ধদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো: শাওন বিন রহমান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

বসুন্ধরা কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তবে কারখানার ভেতর স্থানীয় সংবাদকর্মীরা প্রবেশ করতে চাইলে তাদের ঢুকতে দেয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com