শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
এসএম মনজুর-উল-হাসান, নাটোর প্রতিনিধি::
নাটোরের ঐতিহাসিক হালতি বিলে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে যাওয়ার দুইদিন পর রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পানিতে তিনি তলিয়ে যান। শিক্ষক মোখলেছুর রহমান রাজশাহীর মেহের চন্ডীপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
আজ সোমবার (২৯ জুলাই) সকালে শিক্ষকের লাশ উদ্ধার করেন নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা।
নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান, এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা নৌকা ভ্রমনের উদ্দেশে নাটোরের ঐতিহাসিক নলডাঙ্গার হালতি বিলে যায়। সেখানে একটি ইঞ্জিনচালিত নৌকাতে চড়ে বেড়ানোর সময় খোলাবাড়িয়া এলাকায় প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান প্রাপ্তি সাহা (২২) নামে এক ছাত্রী। এ সময় তাকে উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন প্রাপ্তি সাহাকে জীবন্ত উদ্ধার করলেও পানির নিচে তলিয়ে যান শিক্ষক মোখলেছুর রহমান। তাকে অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামেন। টানা দুইতিন তীব্র স্রোতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। আজ সোমবার সকালে ডুবুরি দলের সাথে স্থানীয়রাও উদ্ধার অভিযানে নামেন। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মহিশমারি এলাকায় একজনের লাশ ভাসতে দেখে এলাকাবাসি নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করেন এবং নলডাঙ্গা থানা পুলিশ হেফাজতে রাখেন। পরে পরিবারের সদস্যরা লাশটিকে শিক্ষক মোখলেছুর রহমানের বলে সনাক্ত করলে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সোমবার শিক্ষক মোখলেছুর রহমানের মরদেহ তার নিজ বাড়িতে পৌঁছার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আকষ্মিক এই ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়েন তার স্বজনরা। মোখলেছুর রহমানের খালাতো ভাই সোহান উদ্দিন জানান, তিন ভাইয়ের মধ্যে মোখলেছুর রহমান ছিলেন সর্বকনিষ্ঠ এবং আদরের। তার মৃত্যুতে স্বজনরা সবাই ভেঙ্গে পড়েছেন। কাউকে শান্তনা দেওয়ার ভাষা তাদের নেই।