শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

নাটোর বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আ’লীগ প্যানেল নির্বাচিত

নাটোর প্রতিনিধি::

নাটোর জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদি কার্যকরী কমিটি-২০১৯ সালের নির্বাচনে বঙ্গবন্ধু আ’লীগ আইনজীবী পরিষদ কর্তৃক মনোনীত সম্মিলিত আইনজীবী পরিষদ বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছে।

রবিবার দুপুরে আইনজীবী সমিতির হলরুমে নির্বাচন কমিশনের এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আসাদুল ইসলাম জানায়, নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী বা প্যানেল না থাকায় সম্মেলিত আইনজীবী সমর্থীত পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি হন এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, জুনিয়র সহ-সভাপতি এসএম নাজমুল ইসলাম. যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাজু, কোষাধ্যক্ষ আব্বাছ আলী, পাঠাগার সম্পাদক বিপ্লব কুমার রাম, নিরীক্ষন সম্পাদক মুনজুরুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাধন কুমার দাস, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দস সালাম শান্ত, মহিলা সম্পাদিকা আরজুমন্দ বানু পুষ্প।

নির্বাচন কমিশনার অন্যন্যোর মধ্যে দায়িত্ব পালন করেন এ্যাড. খগেন্দ্রনাথ রায়, নির্বাচন কমিশনার সচিব এ্যাড. শাহানা আফরোজ শিল্পী, খোরশেদ আলম, শাহেদ মাহমুদ টিটু, সাইদুর রহমান সৌরভ। নির্বাচনের ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ ও গনমাধ্যম কর্মীগন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com