রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

নাটোর প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যাপক নজরুল ইসলাম আর নেই

নাটোর প্রতিনিধি:: নাটোর প্রেসক্লাবের আজীবন সদস্য, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাবেক রাজশাহী শিক্ষা বোর্ডের পরিদর্শক ,সাবেক রাণী ভবানী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাপ্তাহিক নাটোর বার্তা পত্রিকার সম্পাদক প্রফেসর এ কে এম নজরুল ইসলাম আমাদের মাঝে আর নেই। তিনি ৮ মার্চ বৃহস্পতিবার সকালে অসুস্থ হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে ন্ওেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। বর্ত্তমানে তার স্ত্রী ও দুই ছেলে আছে । তার দুই সন্তানই সাংবাদিক।
বৃহস্পতিবার বাদ জোহর নাটোরের কাচারী মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নাটোর প্রেসক্লাবের সামনে তার প্রতি সন্মান জানানোর জন্য শেষ বারের মত কিছুক্ষন সময় রাখা হয়। এরপর তার মরদেহ নাটোর পুলিশ লাইন মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার জন্মস্থান নাটোরের লালপুর উপজেলার ঘাটমোরদহ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়।সেখানে বাদ আসর তার প্রতিষ্ঠিত নজরুল নগর ঘাটমোড়দহ মডেল কলেজ মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে নিজ গ্রামে তার দাফনকার্য সম্পন্ন হয়।
তারঁ মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com