রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
নাটোর প্রতিনিধি:: নাটোরের দিঘাপতিয়ায় জঙ্গি সন্দেহে চারজন জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ্ । জিঙ্গাসাবাদের জন্য তাদের নেয়া হয়েছে গোয়েন্দা কার্যালয়ে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জনান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টা থেকে ওই বাড়ীটি ঘিরে রাখে পুলিশ এবং ভোরে বাড়ীটিতে অভিযান শুরু করে তারা। এসময় হ্যান্ডমাইকে তাদের আত্বসমর্পনের জন্য আহবান জানানো হয়। অভিযানের সময় বাড়ীটি লক্ষ করে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রথমে একজন ও পরে বাকি আরো তিনজন আত্বসমর্পন করে। এরপরে পুলিশ বাড়ীটি তল্লাশী চালিয়ে ৫টি ককটেল,২ লিটার পেট্রল, একটি ল্যাপটপ, ৩টি চাকু ও কিছু বই উদ্ধার করে। সকাল সাড়ে ৮টায় অভিযান শেষ হয়।
আটককৃতরা হলেন, সিংড়া উপজেলার আরকান্দি এলাকার আনিছুর রহমান, বাগাতিপাড়া উপজেলার চাপাপুকুর এলাকার শফিকুল ইসলাম ও একই গ্রামের ফজলুর রহমান এবং নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার জাকির হোসেন।