বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
এসএম মনজুর-উল-হাসান, নাটোর প্রতিনিধি::
নাটোরে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর শহীদ শামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মহান মুক্তিযুদ্ধে এবং সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য কোর অব ইঞ্জিনিয়ার্স এর ইউনিটসমূহকে রেজিমেন্টাল কালার প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সূত্র ধরে কোর অব ইঞ্জিনিয়ার্স এর ১ ও ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান এবং ৫ও ৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির নিকট হতে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে। সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোন ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবের বিষয়।
সেনাবাহিনী প্রধান বলেন, বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটি আধুনিক, যুগোপযোগী ও শক্তিশালী সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সেনাবাহিনী প্রথাগত কাজের পাশাপাশি অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নতিসহ সকল উন্নয়নমূলক কর্মকান্ডে যখনই সুযোগ আসবে তখনই তাতে অংশগ্রহন করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম সহ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক অফিসারবৃন্দ, বেসামরিক গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইঞ্জিনিয়ার কোরের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ নাটোরের সাংবাদিকদের সাথে ফটো সেসন করেন।