বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:: সিরাজগঞ্জ র্যাব-১২ এর বিশেষ অভিযানে নাটোর জেলার সিংড়ায় কোটি টাকা মূল্যের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর সাদৃশ্য) সহ ০৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, বুধবার রাতের শেষ প্রহরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন ১২ নং ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড এর চৌপুকুরিয়া গ্রামস্থ হাসিদুল মেম্বারের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) কালো রংয়ের মূর্তি অবৈধভাবে চোরাকারবারি চক্রের মাধ্যমে ক্রয় -বিক্রয় এর সময় তিনজন চোরাকারবারির সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মূর্তির ওজন ছত্রিশ কেজি পাঁচশত গ্রাম। মূর্তিটির দৈঘ্য ০২ ফুট ০৬ ইঞ্চি ও প্রস্থ ১ ফুট ০২ ইঞ্চি। এছাড়াও তাহাদের নিকট হতে ০২ টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের তিনজনেই নাটোর জেলার সিংড়া থানার। বেলতা গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে শ্রী দুলাল চন্দ্র সরকার (৩০), আবুল তালুকদারের ছেলে মোঃ শামিম তালুকদার (৩২) ও বিয়াস পাড়া গ্রামের আয়োজদি প্রামাণিকের ছেলে মোঃ বেলায়েত প্রামানিক (৩২)।
গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ জেআই ২৫বি(১)(এ)/২৫ডি ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।