বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:০২ অপরাহ্ন

নাটোরে কমেছে মৃত্যু ও সংক্রমণ

নাটোর প্রতিনিধিঃ নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার।

জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২২ আগস্ট) নাটোর সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। একই সময়ে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৫ দশমিক ০৯ শতাংশ।

এ নিয়ে নাটোরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৮৫ জনে দাঁড়াল। মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৯১ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৫৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৬০ জন। সদর হাসপাতালের ৭০ সিটের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে বর্তমানে ৩৭ জন রোগী ভর্তি আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com