রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

বশির আহম্মদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলী হোসেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলী বাংলাদেশের সীমান্তরেখা অতিক্রম করে অবৈধভাবে মিয়ানমারে ঢুকলে সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com