শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১১ মার্চ) রাত দেড়টার দিকে পলাশের ঘোড়াশাল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন শিবপুরের দত্তেরগাও এলাকার মো. ইউসুফ আলী (৩০)। আহতরা একই এলাকার বাসিন্দা। তবে তাদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং পাঁচজন গুরুতর আহত হয়। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে এবং রেলওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে থাকা ছয়জনের একজন বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। রেলক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com