বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
নরসিংদী প্রতিনিধি:: নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শী নাসিম আহমেদ জানান, একটি মালবাহী ট্রাক পচাঁরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ভেতরে থাকা ৬ জন নিহত হন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।