শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

নব গঠিত দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ২০২৩ এর প্রথম সভা অনুষ্ঠিত

দোহার প্রতিনিধি (ঢাকা) : দুর্নীতি করবো শেষ, সোনার বাংলা গড়বো দেশ এই প্রতিপাদ্য ও শ্লোগানে ঢাকা জেলা দোহার উপজেলায় দুর্নীতি দমন কমিশন এর (৯) নয় সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

০৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার বিকেল ০৩ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে নব গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এবং সঞ্চালনা করেন নব নির্বাচিত সম্মানিত সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম।

দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের গৃহীত স্মারকের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন,২০৪ এর ১৭(ছ)ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের ধারা ১৭ (ট)এর অনুচ্ছেদ মোতাবেক মালিকান্দা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অজয় কুমার রায়কে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বিদ্যানুরাগী মোঃ আবুল কাশেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় সম্মানিত সভাপতি মোবাশ্বের আলম দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। তিনি বলেন,দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠা বোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং কমিটির প্রত্যেক সদস্যকে অবশ্যই দায়িত্ববান ও দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি একলাল উদ্দিন আহমেদ। তিনি নতুন কমিটির সবাইকে সাদুবাদ জানিয়ে উত্তরোত্তর সকল কাজের মঙ্গল কামনা করেন।

১৫/১১/২০২২৩ এর পর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করা হয় । এসময় অনুষ্ঠানে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ও সঞ্চালক মোঃ আবুল কাশেম নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করে পরিচয় প্রদান করেন এবং দুর্নীতিমুক্ত দোহার উপজেলা গঠন ও ছাত্র-ছাত্রীদের দুর্নীতি প্রতিরোধে অনুপ্রানিত করার অভিপ্রায় ব্যক্ত করে বলেন তবেই ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গঠিত হবে। তিনি সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

নব গঠিত কমিটির সহ সভাপতি সাবিনা ইয়াসমিন, সহ সভাপতি মোঃ মহিউল মিল্লাত, সদস্য কুলছুম বেগম,তাপস কুমার নন্দী, ফারুক-ই-আজম, নুর-ই-আলম সিদ্দিক ও হেনা আক্তার উক্ত সভায় উপস্থিত ছিলেন।

কমিটির কর্ম এলাকা দোহার উপজেলা ও উপজেলার প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থাকিবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com