শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

নবাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ৫০ বছর পূর্তি উৎসব

নবাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ৫০ বছর পূর্তি উৎসব

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১ শত ২০ বছর বয়সী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সূবর্ণ জয়ন্তী পালন করেছে সংগঠনটি।

বৃহষ্পতিবার সন্ধ্যায় রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার চিলিস চাইনিজ রেষ্টরেন্টে এ সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রউফের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমানের এমডি (অব:) মাহমুদ আলী খান ( টুলু)। সন্ধ্যা থেকেই পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ঢাকাস্থ চিলিস রেষ্টুরেন্ট উপস্থিত হতে থাকে। এক আনন্দঘন পরিবেশে তাঁরা ছাত্র সমিতির এ ৫০ বছর পূর্তি উৎসব পালনে মিলিত হয়।

রাত ৮টায় পাইলট উচ্চ বিদ্যালয়ের নানা বর্ষের সাবেক শিক্ষার্থীরা ঢাকার এ অনুষ্ঠানে উপস্থিত হয়। এসময় স্কুল জীবনের ছোট বড় সকলে মিলিত হয়ে পরিচয় পর্ব শেষ করেন। পরে তারা সমিতির মাধ্যমে নবাবগঞ্জের শিক্ষার্থীদের জন্য কি করনীয় ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। প্রাক্তন ছাত্র সমিতি নবাবগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাড়িয়ে মেধাবী ছাত্র গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান। তাঁরা মেধা বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা থেকে শুরু করে নানা জনকল্যাণমূলক কর্মসূচীর বিষয়ে আলোচনা করেন। পরে রাতে সকলে মিলে ভোজসভায় অংশ নেয়।

উপস্থিত ছিলেন সাবেক জেষ্ঠ্য সচিব হেদায়েতত উল্লাহ আল মামুন, সাবেক স্বাস্থ্য সচিব মো. আলী নূর, সাবেক অতিরিক্ত আইজিপি নাজমুল হক, শিক্ষক বিমল চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ডা. গঙ্গাগোবিন্দ পাল, সাবেক ব্যংক কর্মকর্তা মুতাহারুল ইসলাম, মফিদ খানসহ রাজনীতিক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com