রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধি ॥ প্রবাসী স্বামী মোঃ জাহের হোসেনের সাথে তার স্ত্রী নাসিমা আক্তার প্রতারণা করে ১৪ লাখ ৫০ হাজার টাকা আতœসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারী পারোয়ানায় কোতয়ালী থানা পুলিশ নাসিমা আক্তারকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আশরাফ আলীর বাড়ী থেকে গ্রেপ্তার করে।
১৪ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানা পুলিশ নাসিমাকে আদালতে প্রেরণ করে। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাসিমাকে জেল হাজতে পাঠান। অভিযোগে জানা যায়, প্রবাসী স্বামী জাহের হোসেন দীর্ঘ ১৮ বছর মালয়েশিয়ায় চাকুরীতে ছিলেন। ২০২০ সালে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর মৌলভীপাড়া এলাকায় জমি কিনে একটি ৪ তলা ভবন নির্মান করেন। পরবর্র্তীতে টাকার বিশেষ প্রয়োজনে ২০২৩ সালের জানুয়ারী মাসে বাড়ীটি বিক্রি করে দেন।
১৫ ফেব্রুয়ারী বাড়ী বিক্রির টাকা থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা তার স্ত্রী নাসিমা আক্তার কৌশলে চুরি করে তার পরোকিয়া প্রেমিক রাকিব হাসান কে সাথে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন স্বামী জাহের হোসেন নাসিমার বাবার বাড়ি সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের ইলাশপুর মনিপুর গ্রামে আবদুল মান্নানের বাড়ীতে গিয়ে খোঁজ নিয়ে না পেয়ে এর পর নাসিমাকে আরও অন্যান্য স্থানে কোথাও খুঁজে না পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে তিনি কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যাহার সি আর মামলা নং ১৯৭/২৩। ধারা: ৩৮০। দীঘদিন নাসিমা তার পরোকিয়া প্রেমিক রাকিব হাসানকে নিয়ে তাদের পালিয়ে বেড়াচ্ছিল। গত কয়েক মাস পূর্বে রাকিব হাসান কাতারে চলে যায়। নাছিমা আত্মগোপনে থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত নাছিমা ও রাকিব হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল কল ট্র্যাকিং-এর মাধ্যমে নাসিমাকে
ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আশরাফ আলীর বাড়ী থেকে নাসিমাকে গ্রেপ্তার করে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত নাছিমাকে জেল হাজতে প্রেরন করে।