রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার জন্য প্রায় ১০ বছর পর নবাবগঞ্জ উপজেলা জাতয়ীতাবাদী যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত দলীয়প্যাডে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা দেয়।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সভায় নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা দেয়া হয়। এতে কেএম পবন মাহমুদকে আহবায়ক ও রাহিন ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করে। এছাড়া যুগ্ম আহবায়ক করা হয় ৯জন। এরা হলো- খলিলুর রহমান, দুর্জয় মাহমুদ, মোজাহিদ খান, আনোয়ার হোসেন উল্লেখযোগ্য।

বিগত আওয়ামী সরকারের আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার বিষয় মূল্যায়ন করে এ কমিটিতে পদ পদবী দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমন দাবি করেন যুগ্ম আহবায়ক মোজাহিদ খান।

তিনি বলেন, দলের দুর্দিনে কাজ করে আজ মূল্যায়ন পেয়েছি। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিতে চাই।

নতুন আহবায়ক পবন মাহমুদ বলেন, ছাত্ররাজনীতি শেষে প্রায় ২০ বছর ধরেই যুবদলে দায়িত্ব নিয়ে কাজ করছি। সংগঠনকে গতিশীল করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করবো ইনশাল্লাহ। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com