শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ দীর্ঘ প্রায় বিশ ২০ বছর পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা কমিটি প্রকাশেই ঘোষণা করা হয়েছে। এতে আমীর এডভোকেট মাওলানা ইব্রাহিম খলীল, সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ আলীকে মনোনীত করা হয়েছে। তাঁরা দু’জনেই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলার সক্রিয় নেতা ছিলেন। এছাড়া নায়েবে আমীর হিসেবে মনোনীত করা হয়েছে শিকারীপাড়ার মনিকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুনুর রশিদকে।
বৃহষ্পতিবার বিকেলে জামায়াত ইসলামীর দলীয় প্যাডে প্রচার বিভাগ থেকে এ কমিটি ঘোষণা করা হয়। এছাড়া আরো ৫জনকে শুরা সদস্য মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানায়, আগামী জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে জামায়াত ইসলামীকে সাংগঠনিক ভিত্তির উপর দাড় করাতেই নতুন করে এ কমিটি মনোনীত করে দলের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জামায়াত ইসলামীর নবাবগঞ্জ উপজেলার প্রচার বিভাগের দায়িত্বরত নেতা মোস্তাক আহমেদ বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে জামায়াত ইসলামী অনেকটা গোপণীয়তা রক্ষা করেই তাঁদের সাংগঠনিক কাজ করেছে। ইসলাম প্রতিষ্ঠার কাজে তাঁরা জেল জুলুম হুলিয়া উপক্ষো করে গ্রামেগঞ্জে কাজ করেছেন। সেই আলোকে আজ জনগণের মাঝে জামায়াত ইসলামী একটি পরীক্ষিত রাজনৈতিক দল। সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে দলের প্রতিটি নেতাকর্মী কাজ করে।
নতুন কমিটির আমীর এড. মাওলানা ইব্রাহীম খলীল সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ির নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের দূর্গাপুর। সেক্রেটারী জেনালে মাওলানা মোহাম্মদ আলী নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ। তার গ্রামের বাড়ি উপজেলা বাহ্রায়।
এদিকে কমিটিতে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ, মোস্তাক আহমেদ, মামুনুর রশীদ চৌধুরী, মুফতি মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুস সালাম।
নতুন কমিটির সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আলী বলেন, দীন প্রতিষ্ঠা ও মানুষের সেবা করতে দল যে দায়িত্ব দিয়েছে আল্লাহর হুকুম আহকাম মেনে পালন করার চেষ্টা করবো। জামায়াতে প্রতিটি কর্মকান্ড হবে মানুষের কল্যাণে হবে।