শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:: ঢাকার নবাবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় যন্ত্রাইল এলাকায় তার নিজ বাড়িতে আগামী উপজেলা নির্বাচনে পূনরায় প্রার্থীতা ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷

নবাবগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। তিনি বলেন, ‘গত নির্বাচনে জণগণের ভোটে নির্বাচিত হওয়ার পর জনগণের কল্যাণে কাজ করেছি৷ নবাবগঞ্জের শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সর্বপ্রথম গুরুত্ব দিয়ে কাজ করেছি৷

তিনি আরও বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পূনরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করছি৷ এমনকি এবারও আশাবাদী নবাবগঞ্জের জনগণ পাশে থাকলে সকলের দোয়া ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com