বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের নবায়ন না থাকায় ঢাকার নবাবগঞ্জে ৫টি ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জের বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছে। গোপন সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তরের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম নবাবগঞ্জের রাজপাড়া সাহেবখালী ও ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালত বিবিসি ব্রিকস, এনবিআই, জনতা ব্রিকস, গোল্ড ব্রিকস ও জয়পাড়া ব্রিকসকে তাঁদের চলতি বছরের কাগজপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন। এই ৫টি ভাটার কাগজপত্র ও নবায়ন নেই বলে তাদেরকে ৫৪ লাখ টাকা জারিমান করে ভাটা বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত। এরমধ্যে বিবিসিকে ২০ লাখ, এনবিআই ২০ লাখ, জনতা ৫ লাখ, গোল্ডকে ৫ লাখ ও জয়পাড়া ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়৷
নবাবগঞ্জ থানা পুলিশ পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনাকালে তাদেরকে সহায়তা করে।
নবাবগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, লাইসেন্সে ও পরিবেশের নবায়ন না থাকায় ৫টি ভাটাকে এ অর্থদন্ড করা হয়। তবে আমরা সকলেই কাগজপত্র নবায়নে হাল সনের জন্য আবেদন করেছি। সরকার আমাদের আবেদন বিবেচনা করবে এটাই আশাবাদী।