শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৭৬ পূজামন্ডপ কমিটিকে অনুদান দিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেন। এছাড়া দোহার উপজেলার ৪৫টি পূজামন্ডপেও তিনি অনুদান দেন।
শনিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয়ে প্রতিটি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রতিটি মন্দিরের জন্য ২ হাজার করে টাকা অনুদান দেন সালমা ইসলাম। তিনি দুই উপজেলায় ২২১টি মন্ডপে অনুদান বিতরণ করেন।
এসময় সালমা ইসলাম পূজারীদের উদ্দেশ্যে বলেন, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে দলমত ভেদাভেদ না রেখে এ উৎসব পালন করুন। হিন্দু সম্প্রদায়ের এ উৎসবকে নির্বিঘ্নে পালন করতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক শান্তির নিবাস নবাবগঞ্জ। এটাকে অক্ষুন্ন রাখতে আমাদের সর্তক থাকতে হবে।
তিনি এসময় জাতীয় পার্টির নেতৃবৃন্দকে দুর্গাপূজা পালনে স্ব স্ব ইউনিয়নে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি কর্মীদের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতা শ্রী কৃষ্ণ সাহা, বিনয় কুমার সরকার, নবাবগঞ্জ জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দোহারের ডা. আলাউদ্দিন আল আজাদ, হায়দার বেপারী, জানে আলম মেম্বার প্রমুখ।