শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে হাঁসের খামারে হামলা ও লুটপাট

নবাবগঞ্জে হাঁসের খামারে হামলা ও লুটপাট

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী চরচরিয়া ‘দুলাল হাঁস-মুরগীর খামারে’ হামলা চালিয়ে সোমবার গভীর রাতে প্রায় ৩ শতাধিক হাঁস নিয়ে যায় ও ৫০টি মেরে রেখে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

খামারের মালিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বেনুখালী রাস্তার পাশে অবস্থিত চরচরিয়া গ্রামে দুলাল খানের হাঁস-মুরগীর খামারে সোমবার গভির রাতে এক দল দুর্বৃত্ত তিনশত হাঁস নিয় যায়। এছাড়া প্রায় ৫০টি মেরে ফেলে রাখে। খামারটিতে প্রায় এক হাজার হাঁস ছিলো বলে দাবি করে দুলাল খান।

খামার মালিক দুলাল খান বলেন, তিনি সৌদি আরবে চাকরী করতেন। করোনা মহামারির সময় দেশে আসেন। এরপর সংসার ও জীবিকা নির্বাহের জন্য নিজের সহায় সম্বল ও স্বজনদের কাছ থেকে ধার দেনা করে প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করেন ওই খামারে। গত ৪/৫ বছর ধরে হাঁস-মুরগীর খামার করে বেশ চলছিলো তাঁর সংসার।

মঙ্গলবার সকালে খামারে যেতেই প্রায় অর্ধশত হাঁস রাস্তার পাশে মরা অবস্থায় পড়ে থাকতে দেখে হাউ মাউ করে কেঁদে উঠেন। এসময় তাঁর ভাতিজা লিংকন খামারে প্রবেশ করে দেখেন প্রায় তিন শত হাঁস নেই। পাশে কিছু জামা কাপড় ও অনেকগুলো চাবির ছড়াও ফেলে যান দুর্বৃত্তরা। এ ঘটনায় দুপুরে নবাবগঞ্জ থানায় মামলা করেন দুলাল খান।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হাঁস-মুরগী লুটপাট ও মেরে ফেলার ঘটনায় মামলা হয়েছে। দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com