শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪২ জনের নামে মামলা

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪২ জনের নামে মামলা

নবাবগঞ্জ দোহার প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ থানায় আওয়ামীলীগ নেতাকর্মীদের নামে আরো একটি মামলা দায়ের হয়েছে। এতে এজাহার নামীয় ৪২ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে উল্লেখ করা হয়েছে।

বুধবার রাতে নবাবগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী উপজেলার বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ এলাকার মৃত আরফান মিয়ার ছেলে মোঃ আক্কাস (৫০)। এ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশকে প্রধান আসামী করা হয়েছে।

মামলার এজাহারে বাদী মোঃ আক্কাস উল্লেখ করেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ যাত্রী ছাউনির সামনের রাস্তায় স্থানীয় জনতা ও ছাত্র ছাত্রীরা শান্তিপূর্ণ অবস্থান নেয়। এসময় ইমান আলীর ছেলে মামলার ২নং আসামী জলিলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো অনেকেই স্থানীয় জনসাধারণ ও ছাত্র ছাত্রীদের উপর হামলা করে। এতে বেশ কিছু শিক্ষার্থী ও জনতা মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন আছেন।

এ মামলায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশকে প্রধান আসামী করে ৪২ জনের নামে মামলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় ১৭৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলায় ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহজালাল বলেন, বুধবার রাতে বাদী মোঃ আক্কাস আলীর লিখিত এজাহার পেয়ে মামলা নেয়া হয়। ৪২ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com