বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে স্কুল ছাত্র অপহরণের তিন ঘন্টা পর উদ্ধার, গ্রেপ্তার ৫

নবাবগঞ্জে স্কুল ছাত্র অপহরণের তিন ঘন্টা পর উদ্ধার, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে প্রতীক সরকার(১৩) নামে ৭ম শ্রেণীর এক ছাত্রকে অপহরণের প্রায় তিন ঘণ্টাপর উদ্ধার করে পুলিশ। এসময় ৫ অপহরণকারীকে আটক করা হয়।

স্কুল ছাত্র প্রতীক সরকার(১৩) বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। সে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সঞ্জয় সরকারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকাল ৯টায় প্রতীক বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় একটি নোয়া প্রাইভেটকার থেকে তাঁকে ডাকা হয়। এসময় ওই স্কুল ছাত্র তাতে সাড়া দিলে অপহরনকারী চক্রের একজন প্রতীককে বাবার অবস্থান জানতে চায়। বাড়ি দেখিয়ে দেয়ার কথা বলে প্রতীককে তাঁরা গাড়ীতে তুলে। এসময় গাড়ীটি নবাবগঞ্জ থেকে দোহার হয়ে শ্রীনগর মহাসড়কের দিকে যায়। নিয়ম অনুযায়ী সকাল ১০টার পরে স্কুল থেকে প্রতীকের অনুপস্থিতির কথা জানানো হয়। তখন প্রতীকের বাবা ও স্বজনরা বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানায়। পুলিশ তাৎক্ষণিক বেতার বার্তায় পার্শ্ববর্তী থানাকে জানালে দোহার ও নবাবগঞ্জে প্রতিটি রাস্তায় চেকপোষ্ট বসিয়ে গাড়ী তল্লাশি করে।

দুপুর ১২ টার দিকে দোহার থানার সীমান্তবর্তী সাইনপুকুর তদন্ত কেন্দ্রের কাছে গেলে ওই গাড়িটি আটকে দেয় পুলিশ। পরে গাড়ী হতে হাত পা ও মুখ বাধা অবস্থায় স্কুল ছাত্র প্রতীক সরকারকে উদ্ধার করে তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম সুমনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এবং গাড়ীতে থাকা ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার নড়িয়ার পারভেজ আহমেদ(৪০), যাত্রবাড়ির মোক্তার হোসেন আকাশ(৩৯), মুন্সিগঞ্জের লৌজংয়ের আতিক হালাদার ওরফে আরিফ(৪৪), জুরাইন পশ্চিম ধোলাইপাড়ের জুম্মন খান(৪১) ও গাড়ী চালক চাঁদপুরের মো. মিজান(৫৩)।

পরে উদ্ধার হওয়া স্কুল ছাত্র প্রতীক সরকারসহ আটক ৫ জনকে নবাবগঞ্জ থানায় হস্তানান্তর করা হয়েছে। প্রতীকের বাবা সঞ্জয় সরকার বলেন, আমি থানায় আছি। পরে বিস্তারিত বলবো।

নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম বলেন, ভিকটিম উদ্ধার হয়েছে। অপহরণকারী চক্রের ৫জন আটক আছে। ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনাক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com