রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা দেয়াল লিখন ও আল্পনা আকঁছে

নবাবগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা দেয়াল লিখন ও আল্পনা আকঁছে

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও দেয়ালে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সেøাগান, আল্পনা, গ্রাফিতি আকঁছে।

মঙ্গলবার দুপুরে এমন দৃশ্য দেখা যায়। গত ৪ আগস্ট থেকে তাঁদের এখানে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। কখনো দলীয় সঙ্গীত, কখনো আওয়ামীলীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীর শাস্তি দাবিতে তাঁরা সোচ্চার রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিক্ষার্থীগন দল বেধে ময়লাযুক্ত দেয়াল পরিস্কার করছে। কেউ আবার দেয়ালে ড্রয়িং করছে। রং তুলি দিয়ে কারুকার্য করে যাচ্ছে। একদল শহীদ মিনারের আল্পনা আকঁছে।

এসময় কথা হয় নবাবগঞ্জের মাঝিরকান্দা গ্রামের আদনান(১৯) এর সাথে। আদনান দেয়ালে রং তুলি দিয়ে কারুকার্য করছিলো সে বলে, আমি ইতালিতে পড়াশুনা করি। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমি অংশ নিচ্ছি দেয়াল লিখন ও কারুকার্যে। আমিও রাষ্ট্রের সংস্কার চাই। চাই দূর্নীতিমুক্ত বাংলাদেশ।

অপরদিকে দোহার নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থী ফয়সাল হোসেন গণমাধ্যমকে বলেন, এক সময় উপজেলা সদরের প্রতিটি দেয়াল ও খুঁটিতে ফেষ্টুন ব্যানারে ভরে ছিলো। আমরা সকল কিছু সুন্দর করার জন্য কাজ করছি।

এসময় ছাত্ররা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমি ৭১ দেখিনি ২০২৪ দেখেছি। আবু সাইদের রক্তের বাংলাদেশ হবে মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এসব স্লোগান লিখে শহীদ মিনারকে মুখরিত করে তুলেছে।

ছাত্র আন্দোলনে আটক ইমরান হোসেন বলেন, সরকার অন্যায় ভাবে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠায়। আজ দেশ স্বাধীন হয়েছে। মুক্ত হয়েছে দেশের মানুষ। স্বৈরাচার বিদায় হয়েছে জনগণের বাক শক্তি ফিরে পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com