মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক আমাদের সময়ের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেন অন্তর হত্যা চেষ্টা মামলায় এজাহারকৃত আসামী বিপ্লবকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে প্রায় দুই কিলোমিটার দৌড়িয়ে আসামী বিপ্লবকে গ্রেফতার করা হয়। বিপ্লব উপজেলার বান্দুরা ইউনিয়নের নূর নগর এলাকার শামীম চৌকিদার ওরফে আক্কেল চৌকিদারের ছেলে।
এ ব্যাপারে এস আই লিয়াকত বলেন, আমরা গোপন সূত্রে খবর পাই আসামী বিপ্লব বান্দুরা বাজারে চুল কাটাচ্ছেন। পরে তাকে ধরতে আমি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনির সহ সঙ্গীয় ফোর্স বান্দুরা এলাকায় যাই। আমাদের দেখে বিপ্লব দৌড় দেয়। পরে আমরা প্রায় দুই কিলোমিটার দৌড়িয়ে বিপ্লবকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি আরও জানান, এসময় বিপ্লবের হাতে একটি দেশি অস্ত্র চাপাতি ছিলো যা দিয়ে তিনি আমাদের উপর আক্রমন করতে আসেন। পরে আমরা স্থানীয় জনতার সহায়তায় তাকে ধরতে সক্ষম হই। তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান ও এস আই লিয়াকত সহ সঙ্গীয় ফোর্স বিপ্লবকে গ্রেফতার করেন।
মমিন বলেন, সাংবাদিকের বাবা বাদী হয়ে মামলা করার পর আমরা বেশ কয়েকটি অভিযান করি। শুরুতেই ঘটনার সাথে জড়িত থাকা চপলকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার কথার উপর ভিত্তি করে আমরা কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইখতিয়ার ওরফে মাইজা কাকাকে গ্রেফতার করি। মাইজা কাকাই ছিলো ঘটনার মাস্টার মাইন্ড।
ওসি আরও বলেন, আনন্দের বিষয় বিপ্লবকে গ্রেফতার করার মাধ্যমে আমরা চাঞ্চল্যকর সাংবাদিক হত্যা চেষ্টা মামলার এজাহারকৃত সকল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। তবে এর সাথে আরোও কেউ জড়িত রয়েছেন কিনা সে বিষয়েও তদন্ত হচ্ছে। বিপ্লবের বিরুদ্ধে দোহার ও নবাবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।