বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশের নেতারা শনিবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবে এসে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
এসময় উপজেলা আমীর মো. ইব্রাহিম খলিল, জামায়াতের সাবেক উপজেলা আমীর মিনহাজ উদ্দিন, থানা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, শিবিরের সাবেক জেলা সভাপতি মোস্তাক আহমেদ, থানা সহকারী সেক্রেটারি মামুনুর রশিদ চৌধুরী, বাংলাদেশ অটিজম এন্ড ডিসএবিলিটি ইন্সটিটিউটের চেয়ারম্যান ডাঃ জাহিদুল বারী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে বাকস্বাধীনতায় ফিরেছে। সংবাদকর্মীরা যাতে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সঠিক ঘটনা তুলে ধরতে পারে সে বিষয়ে সোচ্চার হতে হবে। এক্ষেত্রে জামায়াত ইসলামের বা শিবিরের কোনো নেতাকর্মী যদি অন্যায় কাজ, জোর জুলুম, চাঁদাবাজি ও দখলবাজি করে সেটাও তুলে ধরুন।
মতবিনিময় সভায় জামায়াতের আমীর ইব্রাহীম খলিল বলেন, সাংবাদিকদের উপর কোনো অনৈতিক চাপ আসলে সেটাও জামায়াত ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা পাশে থেকে প্রতিহত করবে। জুলুমবাজদের আমল শেষ। নতুন করে কেউ এটা করতে পারবে না। জামায়াত তাঁদের ছেড়ে দিবে না।