বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

নবাবগঞ্জে সভা চলাকালে ইউপি সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন স্থানীয়জনতা

নিজস্ব প্রতিবেদক:: বক্সনগর ইউনিয়ন পরিষদে একটি সভা চলাকালে ইউপি সদস্য আক্কাস আলী (৫০)কে ধরে নিয়ে গণপিটুনির পর পুলিশে দেয় স্থানীয়জনতা।

সোমবার বিকেলে বক্সনগর ইউপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

আক্কাস আলী বক্সনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য। সে বর্ধনপাড়া এলাকার আক্তার আলীর ছেলে। তার বিরুদ্ধে রাজনৈতিকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জনা যায়, সোমবার দুপুরে বক্সনগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ চলাকালে একটি সভায় যোগদান করে আক্কাস আলী। এসময় আক্কাস সেখানে উপস্থিত হলে স্থানীয় ৫/৬ জন লোক এসে তাঁকে জোরপূর্বক ধরে নিয়ে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে ইউপি সদস্যকে থানায় নিয়ে যায়। তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। আক্কাস এক সময় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে বর্তমানে তাঁর কোনো পদপদবী নেই। তার নামে নবাবগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে। একটি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা, আরেকটি স্থানীয় এক ব্যবসায়ীকে মারপিটের ঘটনার অভিযোগ। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুর ২টায় আদালতে প্রেরণ করে পুলিশ।

আক্কাসের ভাই মোক্তার হোসেন বলেন, তাঁর ভাইকে মামুন নামের এক লোক মব সৃষ্টি করে হাত ও পায়ে গুরুতর আঘাত করেছে। দুপায়ে হাটতে পারছে না। ছাত্রজীবনে ছাত্রলীগ করলেও ১৫/১৬ বছরে তার কোনো পদপদবী নেই। রাজনীতির নামে গ্রামগঞ্জে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, ইউপি সদস্য আক্কাস আলীর বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। স্থানীয়জনতা গণপিটুনি দিয়ে পুলিশে দিলে তার বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com