সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

নবাবগঞ্জে সড়ক দুঘর্টনায় প্রবাসী যুবক নিহত

নবাবগঞ্জে সড়ক দুঘর্টনায় প্রবাসী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:: কে আমার ছেলেকে ঘুরতে নিয়ে শেষ করলো? এই বলেই রাত সাড়ে ১২টায় মোটরসাইকেল দুঘর্টনায় নিহত প্রবাসী ছেলের লাশ দেখতে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে মা। মাত্র দেড় মাস আগে সৌদি থেকে ছুটিতে বাংলাদেশে আসে নিহত মেহেদী। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় এক যুবক। অন্য দুই সহযোগী গুরুতর আহত হলে তাঁদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া সমশেরপুর এলাকার খোরশেদ আলমের ছেলে। সে গত দেড় মাস আগে সৌদি-আরব থেকে ছুটিতে বাংলাদেশে এসেছে। আহত তামিম ওই এলাকার বোরহান উদ্দিনের ছেলে এবং অপর আহত হাসান একই এলাকার দরবেশ আলীর ছেলে।

নবাবগঞ্জে সড়ক দুঘর্টনায় প্রবাসী যুবক নিহত

আহত তামিম ও হাসান জানায়, দুই মোটরসাইকেলে ৬ বন্ধু কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপা ঘুরতে আসেন। তাঁদের মোটরসাইকেলে তিনজন ছিল। তামিম মোটরসাইকেল চালাচ্ছিলো। মাঝখানে মেহেদী, পিছনে হাসান বসে ছিল। রাত ১১টার দিকে নবাবগঞ্জ বাজার শেষে মোড় ঘুরে দ্রুতগতিতে চালানোর কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তায় বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে মেহেদী ও তামিম মারাত্মকভাবে আহত হয়। হাসানসহ প্রত্যক্ষদর্শীরা আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। তামিমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com