রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সড়ক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

নবাবগঞ্জে সড়ক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক॥ ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নিশিকান্দা এলাকায় সরকারি সড়ক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ওই এলাকার জুয়েল শিকদারের বিরুদ্ধে। নিশিকান্দা থেকে সৈয়দপুর এলাকার সড়কটি ব্রিজ থেকে কয়েকশত মিটার পর জুয়েল শিকদার তার বাড়ির সামনে সড়কের বেশি দখল করে দেয়াল নির্মাণ করেন।

যদিও এই সড়কটি অনেক পুরনো, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে এখান দিয়ে যাতায়াত করে এলাকাবাসী। এতবছরে কোন ধরনের আপত্তি না করে হঠাৎ সড়কের বেশি অংশ দখল করে দেয়াল নির্মাণ করে। এমনটাই অভিযোগ করেন ওই এলাকার মোহাম্মদ জনি।

জনি এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকেও বেশবিছুদিন আগে লিখিত অভিযোগ করেছিলেন। কিন্ত কোন সমাধান হয়নি, এমন কান্ডে ক্ষিপ্ত গ্রামবাসী।

জনির অভিযোগ, যখন সড়ক নির্মাণ হয় তখন গ্রামের বসবাসরত উভয় পরিবার পক্ষ জমি ছেড়ে দেয় সড়কের জন্য। এরপর সরকারিভাবে সড়কটি আইডিভুক্ত হয়। ৩০ বছর পর জুলাই মাসের শেষের দিকে আওয়ামী লীগের কিছু নেতাদের সেল্টারে দেয়াল নির্মাণ করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, শুধু এই জায়গা নয়, চলমান সময়ে নবাবগঞ্জে বেশ কিছু স্থানে দখলের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে এগুলো উচ্ছেদ করে জনস্বার্থে দখলমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com