বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কম্বল বিতরণ করছে নুরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান সালমা ইসলাম

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ থেকে:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে নুরুল ইসলাম ফাউন্ডেশন নামে একটি সেবামূলক সংস্থা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে কয়েক হাজার দারিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন।

বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়ায় কম্বল বিতরণকালে নুরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, নুরুল ইসলাম এ মাটির সন্তান। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা চেয়ে তিনি বলেন, তাঁর জন্য দোয়া করবেন। যে কোনো দুর্যোগময় সময়ে তিনি নুরুল ইসলামের স্ত্রী হিসেবে নবাবগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রæতি দেন।

এর আগে তিনি আগলা, চুড়াইন, গালিমপুর ও বাহ্রা ইউনিয়নে দুস্থদের হাতে কম্বল তুলে দেন। তবে উপজেলার ১৪টি ইউনিয়নেই কম্বল বিতরণ করবেন বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জুয়েল আহমেদ, খলিলুর রহমান, এমএ মজিদ, টিপু সুলতান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com