শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বাহ্রা এলাকায় প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়।
সংস্থাটির সিনিয়র রিজিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদ উজ্জামান খান এর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, বেশকয়েবছর যাবৎ লায়ন্স ক্লাব নবাবগঞ্জ অঞ্চলে অসহায়- দরিদ্র পরিবারের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এমনকি ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা৷
এসময় আরও উপস্থিত ছিলেন, জোন চেয়ারপার্সন মোহাম্মদ হোসেন, মো. আব্দুল আজিজ মজুমদার আয়ানসহ আরও অনেকেই৷