শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ গ্রামীন ঐতিহ্যের অংশ হিসেবে নবাবগঞ্জে এই প্রথম বলমন্তরচর মাঠে নৈশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বলমন্তর চর স্পোটিং ক্লাব বনাম মামা ভাগ্নে একাদশ অংশ নেয়। নারী পুরুষসহ হাজারো দর্শক খেলা উপভোগ করে। শুক্রবার রাত ৯টায় শুরু হয়ে সাড়ে ১০ টায় শেষ হয়।
খেলায় উদ্বোধক ছিলেন প্রকৌশলী মিরাজ উদ্দিন হায়দার এবং প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বলমন্তর চর স্পোর্টিং ক্লাব ঘরোয়া ফুটবল ম্যাচের আয়োজন করে। রাত্রিকালীন এ খেলা একটি ব্যতিক্রম আয়োজন ছিলো। ইছামতির পাড়ে বলমন্তরচর মাঠের চারদিকে আলোকসজ্জা করে খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর হতেই উৎসক জনতা মাঠের চারপাশে ভীড় জমায়। ব্যতিক্রমী রাত্রিকালীন খেলা দেখতে ঘরে ছিলো না প্রমিলা দর্শকরাও । নারী দর্শকরা মাঠের চারপাশে অনেকটা দৃশ্যমান অবস্থায় দাড়িয়ে খেলা উপভোগ করে।
খেলার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আশফাক বলেন, রাত্রিকালীন ফুটবল খেলায় মানুষের মাঝে প্রাণ সঞ্চার করেছে জনতার উপস্থিতিই তা প্রমাণ করে। গ্রামগঞ্জে খেলাধুলা আবার নতুন করে জাগরণ তৈরী করেছে।এ ঐতিহ্য ধরে রাখতে হবে। তরুণ ও যুবকরা যাতে কোনো অপরাধ প্রবনতায় সম্পৃক্ত না হয় সে দিক নজর দিয়ে খেলার মাঠে জাগরণ তৈরী করতে হবে।
এসময় তিনি আরো বলেন, নতুন প্রজন্ম এখনো ভোট দেয়নি। ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটাধিকার আদায়ের আন্দোলন করাই ছিল বিএনপির মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করবে। হামলা মামলায় কেউ যেখানে ভুগবে না এমন সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবে বিএনপি। উন্নয়নশীল
দেশ উপহার দিতে বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। এখন থেকেই প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে মানুষের ভালবাসা অর্জন করতে হবে। ৬০ মিনিটের নির্ধারিত খেলায় মামা ভাগ্নে একাদশ ৩-১ গোলে বিজয়ী হয়।
মাহবুব মাসুদের সভাপতিত্বে এময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি খন্দকার আবুল কালাম, ডা. আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, আবু শফিক খন্দকার, মো. সুজন প্রমুখ।