শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেলের উদ্যোগে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে, অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে শুক্রবার(১৫ আগস্ট) বাদ জুম্মা কলাকোপা ইউনিয়নের কাশিমপুর এলাকায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যসহ দেশের কল্যাণে মোনাজাতের মধ্য দিয়ে দোয়া করা হয়।
এর আগে আলোচনা সভায় যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ‘উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ন সাধারন সম্পাদক এরশাদ আল মামুন, অ্যাডভোকেট লাভলু শিকদার, হাজী আলমগীর হোসেন, আজিজুল হক খান মিতু, খন্দকার আরশীন মাহমুদ ও ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদসহ অনেকেই।
সাবেক ছাত্রদল নেতা রুবেল তালুকদারের সঞ্চালনায় ‘যুবদল নেতা- আবেদ হোসেন, রাজু আহমেদ, মিরাজ শিকদার, মো. টুলু মিয়া, মোশারফ হোসেন, নুরুল ইসলাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পর তবারকের আয়োজন করা হয়।