শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

নবাবগঞ্জে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেলের উদ্যোগে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে, অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে শুক্রবার(১৫ আগস্ট) বাদ জুম্মা কলাকোপা ইউনিয়নের কাশিমপুর এলাকায় দোয়া ও  মোনাজাতের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যসহ দেশের কল্যাণে মোনাজাতের মধ্য দিয়ে দোয়া করা হয়।

এর আগে আলোচনা সভায় যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ‘উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ন সাধারন সম্পাদক এরশাদ আল মামুন, অ্যাডভোকেট লাভলু শিকদার, হাজী আলমগীর হোসেন, আজিজুল হক খান মিতু, খন্দকার আরশীন মাহমুদ ও ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদসহ অনেকেই।

সাবেক ছাত্রদল নেতা রুবেল তালুকদারের সঞ্চালনায়  ‘যুবদল নেতা- আবেদ হোসেন, রাজু আহমেদ, মিরাজ শিকদার, মো. টুলু মিয়া, মোশারফ হোসেন, নুরুল ইসলাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পর তবারকের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com