মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

নবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত

দোহার আউলিয়াবাদ চির সবুজ সংঘের সাথে নতুন বান্দুরা অরুনাচল সংঘের মধ্যে চুড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হয়। দোহার আউলিয়াবাদ চির সবুজ সংঘের সাথে নতুন বান্দুরা অরুনাচল সংঘের মধ্যে চুড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদকঃ এসো যুবক মাঠে লড়ি, মাদক মুক্ত দেশ গড়ি। এ শ্লোগানকে ধারণ করে ঢাকার নবাবগঞ্জের বান্দুরা নবীন সেতুসংঘ ক্লাবের আয়োজনে ফুটবল খেলার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ক্লাবের মাঠে দোহার আউলিয়াবাদ চির সবুজ সংঘের সাথে নতুন বান্দুরা অরুনাচল সংঘের মধ্যে চুড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি মো. মজনু মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, এ খেলার যারা আয়োজন করেছে তাঁরা অবশ্যই দেশ ও সমাজকে মাদক মুক্ত রাখতে চেষ্টা করবে। সমাজে তরুণ প্রজম্মকে দক্ষ ও শিক্ষিত করে গড়ে তুলতে হলে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। তাই প্রতি বছরের ন্যায় নবীন সেতু সংঘকে নিয়মিত এ খেলার আয়োজন করতে হবে।

এসময় বক্তারা বলেন, আমাদের তরুণ ও শিক্ষিত যুব সমাজকে আগামীর ভবিষ্যত হিসেবে গড়ে তুলতে হলে মাদকের ¯্রােত থেকে দূরে থাকতে হবে। খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলে মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নবাবগঞ্জতে মাদক মুক্ত করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী উদ্যোক্তা তানভির আহমেদ, নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, আজাদুল ইসলাম, খন্দকার আবুল কালাম, মহসীন আহমেদ তুষার, সাবেক ভাইস চেয়ারম্যন ইয়াসমিন আক্তার প্রমুখ। খেলার দ্বিতীয়ার্ধে ট্রাইবেকারে আউলিয়াবাদ চির সবুজ সংঘ নতুন বান্দুরা অরুনাচল সংঘকে ২-৩ গোলে পরাজিত করে। এসময় প্রমথ পুরস্কার মটরসাইকেল ও রানাসআপকে ফ্রিজ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com