মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: সেবা কাজ তরান্বিত করতে কাজ করবে ভূমি অফিস। এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস তিনদিন ব্যাপী মেলার আয়োজন করেছে।
এ উপলক্ষ্যে রোববার (২৫ মে) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ভূমি অফিস পর্যন্ত গিয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি সেবা গ্রহিতা, জনপতিনিধি, স্কাউটস ও নানা শ্রেণীর পেশার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা বের হয়। শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জে ভূমি মেলা উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
এসময় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, ভূমি সেবা পেতে জমি যার উপস্থিতি তার এ বিষয়টা নিশ্চিত হলে কোনো হয়রানী হওয়ার সুযোগ থাকবে না। অনলাইনে নামজারি থেকে শুরু করে বন্টন নামা সম্পন্ন থাকলে জটিলতা কমে যাবে। ফলে তৃতীয় পক্ষ বা দালাল শ্রেণীর উত্থান ঘটবে না। জনগণকে এ বিষয়ে বেশী সচেতনতা সৃষ্টি করতে হবে। পারিবারিক বন্টন নামা না থাকায় ভূমি নিয়ে বেশী জটিলতা হচ্ছে। মানুষ যাতে নির্বিঘ্নে ভূমি অফিসে এসে সেবা নিতে পারে সে বিষয়ে তিনি সকল কর্মকর্তা কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আসমা জাহান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, বাবুল মোদক, আব্দুল মতিন প্রমুখ।