বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচাসহ ৫ জন আহত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা রাসেল আহম্মেদ চাচা আনসার আলী (৬০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এছাড়া এঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। এ ব্যাপারে আহতের স্ত্রী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত আনসার আলীর স্ত্রী রুনা আনসার অভিযোগ করেন, তাঁরা স্বামীর ব্যবসার কাজে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। কিন্তু বসতভিটে পরিত্যক্ত অবস্থায় থাকাতে তারা আজ রোববার সেখানে ঘর তুলতে যান। এসময় আমার ভাশুরের ছেলে রাসেল, ভাশুর মজর আলী ও তাছলিমা বেগম বাধা দিতে আসে। এক পর্যায়ে ভাতিজা রাসেল উত্তেজিত হয়ে আমার স্বামীর উপর ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। পরে সে বাম হাত দিয়ে দায়ের কোপ ঠেকাতে গেলে তাঁর বাম হাতে লেগে রক্তাক্ত জখম হয়।
রুনা আনসার আরও অভিযোগ করেন, তার ভাশুর মজর আলী ও জা তাছলিমা শাবল দিয়ে তাঁকে এলোপাথারী আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ ঘটনায় ওই পরিবারের এক মেয়ে এবং কাজে আসা তিন শ্রমিককে আহত করা হয়েছে। আহতদেরকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া রাসেলের বিরুদ্ধে এলাকায় মাদকের ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে অভিযুক্ত রাসেল বলেন, আনসার আলী আমার চাচা সে সব সময় আমাদেরকে পুকুরের দিকে ঠেলে দেয় এবং সে সরস (সামনে) জায়গায় ঘর তুলতে আসে। এ নিয়ে তাঁর সাথে তর্ক হয় এক পর্যায়ে হাতাহাতি হয় এতে উভয়পক্ষের লোকজনই আহত হয়।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।