রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

নবাবগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা করে দুই লাখ টাকা ছিনতাই

নবাবগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা করে দুই লাখ টাকা ছিনতাই

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের আলালপুর এলাকায় বিকাশ এজেন্ট ও মোবাইল রিচার্জ ব্যবসায়ী মোঃ ইমন মৃধার উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় ইমনের কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় তাঁরা। ব্যবসায়ী ইমন মারাত্মক জখম হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তার বর্তমান শারীরিক অবস্থা খুব এটা ভালো নয় বলে ভূক্তভোগীর পিতা মোঃ রিপন নিশ্চিত করেছে।

ইমনের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮ টার পর উপজেলার আলালপুর এলাকার মসজিদ রোডে অবস্থিত নিজ দোকান বন্ধ করে পার্শ্ববর্তী খানেপুর বাজারে গ্রাহকের কাছে বিকাশে আসা টাকা পৌছে দিতে যাচ্ছিলো। পথে খানেপুর উচ্চ বিদ্যালয় গেটের সামনে পৌছালে নয়নশ্রী ইউনিয়নের কান্দা খানেপুর গ্রামের মোঃ শুভ (২৫) মোঃ সৌরভ (২২)সহ অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫জন ইমনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুরী ও হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে। এসময় ইমন চিৎকার করলে তাঁরা ইমনের সাথে থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ইমনকে উদ্ধার করে তার পিতা-মাতাকে সংবাদ দেয়। পরে পরিবারের লোকজন ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত শুভ ও সৌরভের মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করা হয় কথা বলতে কিন্তু তাদের ফোনের সুইচ অফ থাকায় তাদের সাথে কথা বলা যায়নি।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহ জালাল বলেন, ইমনের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com