রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

নবাবগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ সদরে বাগমারা বাজারে আধুনিক মেটাল ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠানের মালিক মো. খোরশেদ আলম(৫৬)কে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় বখাটে মাদকসেবী মোঃ অনিক ছুরিকাঘাত করে। আহত খোরশেদ আলম বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় এলাকার বাসিন্দা তাঁর বাবার নাম সবদার খান।

আহতের স্বজনরা জানায়, অনিকসহ স্থানীয় কিছু বখাটে খোরশেদ আলমের প্রতিষ্ঠানের পেছনে প্রায় মাদক সেবন করতো। তিনি বাধা দিলে মাদকসেবীরা তাঁর ব্যবসা প্রতিষ্ঠান মার্কেটের একটি দোকান দখলের পায়তারা করে। আজ বিকালে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটের কাছে এসে ওই বখাটেরা খোরশেদকে ডেকে আনে। এসময় বখাটেরা তাঁর উপর হামলা করেন ও অনিক নামে একটি ছেলে তাঁর বুকে ও পিঠে ছুরিকাঘাত করে। এসময় প্রচুর রক্তপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর জখম ব্যবসায়ী খোরশেদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় এলাকাবাসী অনিকসহ ২ জনকে মারধর করলে অন্যরা পালিয়ে যায়।

এঘটনায় মারাত্মক আহত অবস্থায় খোরশেদ আলমকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেণ্টু বলেন, এরা কয়েকদিন যাবতই বেশ অত্যাচার শুরু করেছে। খোরশেদ যে মার্কেটে ব্যবসা করে ওখানে তাঁরা একটি দোকান তালা দিয়ে দখলের চেষ্টা করছে। এ ঘটনার প্রতিবাদ করাতেই তাঁর উপর হামলা করেছে।

এদিকে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দিলেও তাঁরা কেউ ঘটনাস্থলে যায়নি বলে খোরশেদের বড় ভাই আনিস জানান।

নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহজালাল বলেন, এ বিষয়ে আমরা শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com