শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এ শ্লোগান নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন এ কর্মসূচী পালন করে। র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরি বণিক, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, নারী নেত্রী ইয়াসমিন আক্তার, বিলকিস চৌধুরী প্রমুখ।
এসময় নবাবগঞ্জের ৪ জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ইয়াসমিন আক্তার, শিক্ষা ও চাকুরীতে নুরজাহান আক্তার, সফল জননী ছাহেরা খাতুন ও সমাজ উন্নয়নে সিনথিয়া বিশ্বাসকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে তাঁদেরকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, নারী জাগরনী তৈরী করতে বেগম রোকেয়া ছিলেন অগ্রদূত। তাঁকে অনুসরণ করেই আজ দেশের নারী সমাজ প্রতিটি ক্ষেত্রে অগ্রসর হয়ে সফলতা অর্জন করছে।
নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার বলেন, বেগম রোকেয়া আমাদের নারী সমাজের আলোকবর্তিকা। তাঁেক স্মরণ করেই নারীরা অজ দেশের প্রতিটি পথে পান্তরে কৃতিত্বার্জন করছে।
এ দিকে একই দিন দোহার উপজেলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের কর্মসূচী পালিত হয়েছে।