বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা বিএনপি। তারা পর পর উপজেলার ১৪টি ইউনিয়নেই কম্বল বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে।
শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে চুড়াইন ইউনিয়ন বিএনপির আয়োজনে অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, বিগত ১৬ বছরে দেশ লুটপাটের রাজ্যে পরিণত হয়েছে। শেখ হাসিনার পরিবার থেকে শুরু করে নেতাকর্মীরা হাজার হাজার কোট টাকা বিদেশে পাচার করেছে। তিনি সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা অনুসরণ করে আগামী নির্বাচনের জন্য গণমানুষের কাছে যেতে বলেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সকল নেতাকর্মীকে মূল্যায়ন করা হবে। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে শীর্তাত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে অনুরোধ করেন।
চুড়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইউসুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম খন্দকার, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, চুড়াইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী সফিক, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদ কামাল শিহাব, গালিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিক হোসেন খান রিপন খান, সাধারণ সম্পাদক লিটন আহমেদ সেন্টু প্রমূখ।